300X70
বৃহস্পতিবার , ২১ জুলাই ২০২২ | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

উয়েফা’র সাথে অপোর অংশীদারিত্ব শুরু

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুলাই ২১, ২০২২ ৩:৩২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : আগামী দুই সিজনের জন্য উয়েফা চ্যাম্পিয়নস লিগ, উয়েফা সুপার লিগ, উয়েফা ফুটসাল চ্যাম্পিয়নস লিগ ফাইনাল এবং উয়েফা ইয়ুথ লিগ ফাইনাল সহ উয়েফা’র নানা প্রতিযোগিতার জন্য অংশীদার হয়েছে বলে সম্প্রতি ঘোষণা করেছে অপো।

২০২২-২৩ এবং ২০২৩-২৪ সেশনে মাঠের ভেতরের এবং বাইরের গুরুত্বপূর্ণ মুহুর্তগুলো ফ্যানদের সাথে শেয়ার করতে, মাঠের বিশেষ মুহুর্তগুলো ফ্যানদের সামনে তুলে ধরতে; উয়েফার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করবে অপো।

উয়েফা চ্যাম্পিয়নস লিগের মূলমন্ত্র ‘দ্য বেস্ট অব দ্য বেস্ট’র সাথে লক্ষ্যগত দিক দিয়ে মিলে যায় অপোর ব্র্যান্ড প্রোপোজিশন ‘ইনস্পিরেশন এহেড’, যার মাধ্যমে ব্র্যান্ডটির সেরা হওয়ার সংকল্পেরই প্রতিফলন ঘটে। সারা বিশ্বের ফুটবল ফ্যানদের মাঝে উয়েফা চ্যাম্পিয়নস লিগ’র অনুপ্রেরণামূলক মুহুর্তগুলো ছড়িয়ে দিতে কাজ করবে অপো।

অপো’র গ্লোবাল মার্কেটিংয়ের প্রেসিডেন্ট উইলিয়াম লিউ বলেন, “উয়েফা’র অংশীদার হতে পেরে আমরা আনন্দিত। তাদের সাথে কাজ করার মাধ্যমে আমরা উয়েফা চ্যাম্পিয়নশিপের আনন্দের মুহুর্তগুলো ফুটবল ফ্যানদের মাঝে ছড়িয়ে দিতে পারবো।

অপো’তে আমরা বিশ্বাস করি, জীবনের সঙ্কটগুলো পেরিয়ে যেতে হলে আমাদের মধ্যে উদ্ভাবনের শক্তি থাকতে হবে। আর প্রতিকূলতার বিরুদ্ধে উয়েফা’র লড়াই করে যাওয়ার প্রবণতা আমাদের অংশীদারিত্বকে যথার্থ করেছে।”

উয়েফা’র মার্কেটিং ডিরেক্টর গাই-লরেন্ট এপস্টেইন বলেন, “পৃথিবীর সবচেয়ে বড় ক্লাব প্রতিযোগিতা- উয়েফা চ্যাম্পিয়নস লিগ’র সাথে সাথে উয়েফা’র স্পন্সর পরিবারে অপো’কে স্বাগতম জানাই। পৃথিবীব্যাপী ফুটবল ফ্যানদের কানেক্ট করে তাদের অনুপ্রাণিত করতে বৈশ্বিকভাবে স্বনামধন্য প্রতিষ্ঠান অপো’র সাথে একযোগে কাজ করবো আমরা।”

অংশীদারিত্বের অংশ হিসেবে অপো’কে দেখা যাবে উয়েফার প্রচারপর্দা, স্টেডিয়াম, বিজ্ঞাপন, ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়ায়। এছাড়াও, ফুটবল ফ্যানদের জন্য বিশেষ সুযোগের অফার নিয়ে এসেছে অপো।

ফ্যানরা এখন উয়েফা চ্যাম্পিয়নস লিগ চলাকালে পিচ-সাইডে গিয়ে অপো’র স্মার্টফোনের মাধ্যমে খেলার বিশেষ মুহুর্তের ছবি তুলতে পারবেন। বিশেষ মুহুর্তের তোলা সেই ছবি উয়েফা চ্যাম্পিয়নস লিগ’র ওয়েবসাইট এবং অপো উয়েফা চ্যাম্পিয়নস লিগ’র ল্যান্ডিং পেইজের অপো গ্যালারিতে শেয়ার দেয়া হবে।

একই সাথে অংশীদারিত্ব চলাকালে পাওয়া যাবে রেনো এবং ফাইন্ড মোবাইল সিরিজের ফিচার্ড ডিভাইসগুলো, যাতে থাকছে কাটিং-এজ ইমেজিং এনপিইউ ও মারিসিলিকন এক্স।

এছাড়াও, থাকছে অপো আইওটি’র নতুন পণ্য- অপো হেডফোন এবং অপো স্মার্টওয়াচ। উয়েফা চ্যাম্পিয়নস লিগ’র খেলা উপভোগ করার সময় অপো’র এসব নতুন পণ্য বিশ্বব্যাপী ফুটবল ফ্যানদের প্রেরণা জোগাবে।

নতুন এই স্পন্সরশিপ, খেলার মাধ্যমে বিশ্বব্যাপী ক্রেতাদের সাথে সম্পৃক্ত হতে অপো’র প্রচেষ্টাকে বাস্তবায়িত করবে। চীনের এ প্রযুক্তি প্রতিষ্ঠান উইম্বলডন ও রোলান্ড গারোস সাথে চতুর্থ বছরের মতো অংশীদার হিসেবে আছে।

এছাড়া, অপো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বৈশ্বিক অংশীদার। ভিন্ন ভিন্ন ক্রীড়া টুর্নামেন্টে অংশীদারিত্বের মাধ্যমে বিশ্বব্যাপী বিভিন্ন অঞ্চল ও সংস্কৃতির স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে সম্মান ও সম্প্রীতির সেতুবন্ধন করছে অপো।

অপো সম্পর্কে:
বিশ্বের শীর্ষস্থানীয় স্মার্ট ডিভাইস ব্র্যান্ড অপো। ২০০৮ সালে তাদের প্রথম মোবাইল ফোন ‘স্মাইলি ফেস’ উন্মোচনের পর থেকে গ্রাহকদের নান্দনিক ও উদ্ভাবনী প্রযুক্তির মিশেলে তৈরি ডিভাইস সরবরাহের জন্য নিবেদিতভাবে কাজ করছে অপো। বর্তমানে অপো ফাইন্ড এক্স ও রোনো সিরিজসহ বিস্তৃত পরিসরের স্মার্ট ডিভাইস বাজারে নিয়ে আসছে।

ডিভাইসের পাশাপাশি, অপো তাদের গ্রাহকদের জন্য অপো ক্লাউড এবং অপো+ এর মতো কালারওএস অপারেটিং সিস্টেম ও ইন্টারনেট সেবা প্রদান করছে।

বিশ্বের ৫০টিরও বেশি দেশ এবং অঞ্চলে অপো তাদের কার্যক্রম পরিচালনা করছে। বিশ্বব্যাপী গ্রাহকদের উন্নত সেবা প্রদানের লক্ষ্যে অপো’র ৪০,০০০ হাজারেরও বেশি কর্মী কর্মরত আছেন।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

দেখে নিন আলিম পরীক্ষা-২০২৩ এর সিলেবাস

জাতীয় প্রেসক্লাবে খ্যাতিমান সাংবাদিক রাহাত খানের কুলখানি অনুষ্ঠিত

নিউজ টোয়েন্টিফোরের কুষ্টিয়া প্রতিনিধি খোকন আর নেই

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু হয়েছে ১০ লাখ ৭৭ হাজার জন

৬ দিনের সফরে ওয়াশিংটন পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বাণিজ্য প্রতিমন্ত্রীর সাথে ইন্দোনেশিয়া রাষ্ট্রদূত ও বিমসটেক প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাত

অটোগ্যাসের বাজার সম্প্রসারণে একসাথে কাজ করবে বেক্সিমকো এলপিজি ও যমুনা ওয়েল কোম্পানি লিমিটেড

জলবায়ু পরিবর্তন, পরিবেশ এবং দুর্যোগ সম্পর্কিত সমস্ত নীতি জেন্ডার সংবেদনশীল করতে হবে”

রাজধানীতে “কিশোর গ্যাং” লিডার পিচ্চি জালাল বাহিনীর ১৬ সদস্য গ্রেফতার

বকশীগঞ্জে জন্মনিবন্ধন নিতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী, আটক ১

ব্রেকিং নিউজ :