নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন:
করোনা প্রতিরোধে সরকার নানা উদ্যোগ গ্রহন করেছেন। এদিকে বৈশ্বিক করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে নতুন নতুন সংখ্যা। তবে দীর্ঘ ৫১ দিন পর করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা সর্বনিম্ন। এরআগে সবশেষ মৃত্যু হয়ে ছিল ১১৫ জন। এরইধারাবাহিকতায় বাংলাদেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ১২০ জনের মৃত্যু হয়েছে।
আর করোনায় গত ২৪ ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৩ হাজার ৯শ’ ৯১ জন। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন ১০ হাজার ১৫৩ জন। এ পর্যন্ত সরকারী হিসাবমতে বাংলাদেশে করোনা মুক্ত হয়েছে ১৩ লক্ষ ৩৭ হাজার ১৮১জন
এনিয়ে দেশে আজকের নতুন ৩ হাজার ৯৯১ জনসহ মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৪ লক্ষ ৫৭ হাজার ১৯৪ জনে। আর মারা যাওয়া আজকের ১২০ জনসহ সরকারী হিসাব মতে মোট মৃত্যুর সংখ্যা হলো ২৫ হাজার ১৪৩ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে শনিবার বৃহস্পতিবার (২১ আগষ্ট) বিকালে এ তথ্য জানানো হয়।
এর আগের দিনে শুক্রবার (২০ আগস্ট) ১৪৫ জনের মৃত্যু হয়েছিল। আর শনাক্ত হয়েছিল পাঁচ হাজার ৯৯৩ জন।