সচিবালয় প্রতিবেদক:
বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, করোনাভাইরাসের প্রকোপের কারণে ভারতের ট্যুরিস্ট ভিসা চালু করতে আরও সময় লাগবে। এখনই ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে না।
আজ সোমবার (১২ অক্টোবর) সচিবালয়ে সেতু মন্ত্রণালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি আরও বলেন, আমরা ভিসা প্রক্রিয়া ইতোমধ্যে শুরু করেছি। আমরা সব ধরনের ভিসা চালুর চেষ্টা করছি। তবে এই মহামারির সময়ে ট্যুরিস্ট ভিসা চালু করতে আরও কিছু সময় লাগবে। এয়ার বাবল (বাণিজ্যিক ফ্লাইট) চালুর প্রক্রিয়া চলছে। এটি খুব শিগগিরই চালু হবে।