সংবাদদাতা, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বেসরকারি বিএম কনটেইনার ডিপোর আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তবে পুরো এলাকাকে এরইমধ্যে নিরাপদ ঘোষণা করেছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ জনে।
নিহতদের মধ্যে এখন পর্যন্ত ২৪ জনের লাশ শনাক্ত করা হয়েছে এবং ২১ জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
অচেনা মরদেহ সনাক্তে চট্টগ্রাম মেডিকেলের সামনে ডিএনএ নমুনা সংগ্রহ কেন্দ্র স্থাপন করা হয়েছে। নমুনা কেন্দ্রের সামনে ভীড় করছেন নিখোঁজদের স্বজনরা।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এখন ভর্তি আছেন ১০২ জন।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান বলেন, এরই মধ্যে ভেতরে থাকা রাসায়নিক পদার্থের ২টি কনটেইনার সরিয়ে ফেলা হয়েছে। তবে এখনও ৬ টি কনটেইনারে আগুন জ্বলছে। খুব শিগগির আগুন নেভাতে পারবে বলেও আশা করছেন তারা।
এদিকে, ধংসতুপে এখনো কোনো দেহ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
শনিবার (৪ জুন) রাত সাড়ে ৯ টার দিকে সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকার বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এ দুর্ঘটনায় ৪৯ জন নিহত ও দুই শতাধিক আহত হয়েছেন। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিটের ১৮৩ কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এছাড়া নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর ও কুমিল্লাসহ আশপাশের বিভিন্ন জেলা থেকেও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছেন। এই অভিযানে যোগ দেন সেনাবাহিনীও।