নিজস্ব প্রতিবেদক: ফেনী জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি, জেলা আওয়ামী লীগের সহসভাপতি, সংলাপ ফেনী নাট্যদলের সভাপতি ও জেলা যুবলীগের প্রাক্তন সভাপতি এডভোকেট জাহিদ হোসেন খসরুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।
প্রতিমন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শোকবার্তায় সংস্কৃতি প্রতিমন্ত্রী জানান, ফেনী জেলার সাংস্কৃতিক কর্মকাণ্ড প্রসার ও বিকাশে এডভোকেট জাহিদ হোসেন খসরু উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তিনি তার সৃজনশীল কর্মের মধ্য দিয়ে সংস্কৃতি অঙ্গনে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবেন।
উল্লেখ্য, এডভোকেট জাহিদ হোসেন খসরু (৬৮) গতকাল বৃহস্পতিবার (২০ মে) দিবাগত রাত আনুমানিক দশটার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিশিষ্ট মঞ্চ অভিনেতা ও নাট্য নির্দেশক জাহিদ হোসেন খসরু ফেনী জেলা আইনজীবী আইনজীবী সমিতির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।