অর্থনৈতিক প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) এবং গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড-এর মধ্যে সম্প্রতি এমটিবি’র প্রধান কার্যালয়, এমটিবি সেন্টার, গুলশান ১, ঢাকা-এ ক্যাশ ম্যানেজমেন্ট সেবার জন্য চুক্তি স্বাক্ষরিত হয়।
এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান এবং গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের প্রধান নির্বাহী, শেখ রকিবুল করিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
এছাড়াও এই অনুষ্ঠানে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের মাজেদুর রশীদ চৌধুরী, হেড অব ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস ও শামীম আহমেদ, চীফ অপারেশন্স অফিসার এবং এমটিবি’র মোঃ খালিদ মাহমুদ খান, উপ-ব্যবস্থাপনা পরিচালক, কর্পোরেট ও কমার্শিয়াল বিজনেস, মোহাম্মদ আশিক ইকবাল খান, ইউনিট হেড, ক্যাশ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, খালিদ হোসেন, ভারপ্রাপ্ত হেড অব ডিজিটাল ব্যাংকিং ডিভিশন ও আজম খান, হেড অব কমিউনিকেশন্স ডিপার্টমেন্ট সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।