বাহিরের দেশ ডেস্ক: অনলাইনে পর্নোগ্রাফি দেখার ভয়াবহতা সম্পর্কে ধর্মযাজক (প্রিস্ট) ও সন্ন্যাসীদের (নান) সতর্ক করে পোপ ফ্রান্সিস বলেছেন, এই অভ্যাস ‘ধর্মীয় মননকে দুর্বল’ করে দেয়।
বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, তথ্য প্রযুক্তির যুগে ডিজিটাল ও স্যোশাল মিডিয়াকে কীভাবে সর্বোত্তম উপায়ে ব্যবহার করা যায়- ভ্যাটিকানে আয়োজিত এক অনুষ্ঠানে সেই প্রশ্ন করা হয়েছিল পোপকে।
জবাবে ৮৬ বয়সি খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্বোচ্চ ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিস বলেন, ‘পর্নোগ্রাফি, এটা এমন এক পাপ যা অনেক মানুষই করে… এমনকি প্রিস্ট আর নানরাও। শয়তান সেখান থেকেই অন্তরে প্রবেশ করে।’
সোশাল মিডিয়া ও ডিজিটাল প্রযুক্তি তাহলে কীভাবে ব্যবহার করা উচিৎ? জবাবে পোপ বলেন, এগুলোও ব্যবহার করা উচিত, কিন্তু তাতে খুব বেশি সময় অপচয় করা ঠিক না।
‘যিশু প্রতিদিন পরিশুদ্ধ হৃদয়ের কথাই গ্রহণ করেন, ওই পর্নোগ্রাফির তথ্য নয়,’ যোগ করেন পোপ ফ্রান্সিস।
পোপের পরামর্শ, ‘মোবাইলে পর্ন থাকলে তা ডিলিট করে দিন, যাতে আপনার হাতের মুঠোয় ওই প্রলুব্ধকারী জিনিস না থাকে।’
চার্চের শিক্ষা অনুযায়ী, পর্নোগ্রাফি হল পবিত্রতা বা শুদ্ধতার লঙ্ঘন।