বাহিরের দেশ ডেস্ক: সোমবার মস্কোর শেরেমেতিয়েভো বিমানবন্দরে এরোফ্লট বিমান। ছবি : দ্য নিউইয়র্ক টাইমস
রাশিয়ার রাষ্ট্রীয় বিমান সংস্থা এরোফ্লট শনিবার বলেছে, মঙ্গলবার (৮ মার্চ) থেকে তাদের সব আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত থাকবে। বর্তমান পরিস্থিতিতে ফ্লাইট পরিচালনায় বাধার সম্মুখিন হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
সংস্থাটির সহযোগী অরোরা ও রসিয়ার ফ্লাইটও স্থগিত থাকবে। তবে এরোফ্লট বলেছে, বেলারুশের রাজধানী মিনস্কে ফ্লাইট চলবে।
ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাষ্ট্র ইতোমধ্যে তাদের আকাশ সীমায় অ্যারোফ্লটের বিমান চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে। এর ফলে সংস্থাটির জন্য বিভিন্ন গন্তব্যে যাত্রী বহন কঠিন হয়ে পড়েছে।
সূত্র : দ্য নিউইয়র্ক টাইমস