ক্রীড়া ডেস্কঃ এবারের এশিয়া কাপের পর্দা উঠবে আগামী ৩০ আগস্ট। আসন্ন এই আসরের জন্য স্কোয়াড দেওয়ার শেষ সময় হিসেবে ১২ আগস্ট। সাকিব আল হাসানকে শুক্রবার বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক ঘোষণা করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। শনিবার বিসিবির নির্বাচকরা ঘোষণা করেছেন এশিয়া কাপের দল। ওই দলে নেই সিনিয়র ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সংবাদ সম্মেলনে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু দল ঘোষণা করেন।
১৭ সদস্যের দলে ডাক পড়েনি মাহমুদউল্লাহ রিয়াদের। তবে এশিয়া কাপের স্কোয়াড দিয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে ডাক পেয়েছেন তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম।
এশিয়া কাপে বাংলাদেশ দলে রয়েছেন: সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, নাসুম আহমেদ, আফিফ হোসেন, লিটন কুমার দাস, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মেহেদী হাসান মিরাজ, শামীম