নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন:
ছেলেদের দলগত বিভাগে, বাংলাদেশ তাদের সেরা রেজাল্ট করেছে, বাংলাদেশের রেংকিং এশিয়ানে ৪১ টা দেশের মধ্যে এখন ২০। যদিও শেষ ম্যাচে ইরাকের সঙ্গে হেরে গেছে ।
বাংলাদেশের সেরা খেলোয়াড় হৃদয় ইরাকের সেরা খেলোয়াড়ের বিরুদ্ধে ২-১ সেটে এগিয়ে থেকে ৩-২ সেটে হেরে গেছে। দলগত খেলা শেষ হওয়ার পর, শুরু হয়েছে ব্যক্তিগত ইভেন্টগুলোর খেলা । গত কালকে কাতার সময় বিকালে, মহিলা এককের খেলায় নওরীন সুলতানা মাহি কাতারের খেলোয়াড়ের বিরুদ্ধে ৩-১ সেটে জয়লাভ করেছে ।
বাংলাদেশ মিশ্র দ্বৈতের সেরা জুটি হৃদয় ও সোমা, আমাদের চেয়ে রেংকিং এ অনেক এগিয়ে থাকা উজবেকিস্তানের বিরুদ্ধে ২-১ এ এগিয়ে থেকে ৩-২ সেটে হেরে গেছে । আর শনিবার সকালে, বাংলাদেশ যে শ্রীলংকার কাছে দলগত এর খেলায় হেরে গিয়েছিল, সেই শ্রীলংকার সেরা পুরুষ দ্বৈত দলকে ৩-২ সেটে হারিয়েছে ।
এই টুর্নামেন্টে বাংলাদেশ দলের সেরা খেলোয়াড় হৃদয় ও রামহিম, জুটি হিসেবে খেলেছিল শ্রীলংকার বিরুদ্ধে । এখন হৃদয় তার একক ইভেন্টেও ওমান কে হারিয়েছে ১-০ সেটে । দেশবাসীর কাছে আমরা দোয়া চাই।