300X70
মঙ্গলবার , ১৮ জুলাই ২০২৩ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

এ মাসেই আসছে আরেক মার্কিন সেক্রেটারি ও ইইউর প্রতিনিধি

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুলাই ১৮, ২০২৩ ১২:৫৭ পূর্বাহ্ণ

কূটনৈতিক প্রতিবেদক : গত বেশ কিছুদিন ধরেই বাংলাদেশের প্রতি বিদেশীদের আগ্রহ অনেক বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের আগ্রহের শেষ নেই। আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে তারা নানা ধরনের উপদেশ-পরামর্শ ও প্রচ্ছন্ন শর্ত দিচ্ছেন।

গত সপ্তাহেই দিল্লী হয়ে ঢাকা ঘুরে গেলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া ও দক্ষিণ ও মধ্য এশিয়া বিষযক এসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর ইসির আমন্ত্রণে ঢাকায় এসেছেন ইইউ’র ছয় সদস্যের একটি প্রতিনিধি দল। তারা অবস্থান করবেন ১৮ জুলাই পর্যন্ত।

এর রেস কাটতে না কাটতেই আসছেন মার্কিন পররাষ্ট্র দফতরের অর্থনৈতিক প্রবৃদ্ধি, জ্বালানি ও পরিবেশ বিষয়ক আন্ডার সেক্রেটারি জোসে ডব্লিউ ফার্নান্দেজ। যদিও এখন পর্যন্ত তাঁর সফরের দিনক্ষণ ঠিক হয়নি। তবে চলতি মাসের শেষ সপ্তাহে এই সফর আয়োজন নিয়ে আলোচনা প্রায় চুড়ান্ত।

তবে ইউরোপিয়ান ইউনিয়নের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমোন গিলমোরের ঢাকা সফর এরই মধ্যে নিশ্চিত হয়েছে। তিনি আসবেন এ মাসের ২৩ তারিখে।

জানা যায়, সম্প্রতি ঢাকা সফর করে যাওয়া মার্কিন কর্মকর্তা উজরা জেয়ার সমমর্যাদার কর্মকর্তা ফার্নান্দেজ অর্থনৈতিক সম্পর্কের বিষয়াদি দেখা শোনা করেন। ঢাকায় তার সফরের সময় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ব্যবসায়ী পরিষদের বৈঠকে যোগ দেওয়ার কথা। বৈঠক হবে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে।

গত বছর ওয়াশিংটনে অনুষ্ঠিত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র পরিষদের বৈঠকেও ফার্নান্দেজ যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের নেতৃত্ব দিয়েছেন। সূত্র জানায়, ফার্নান্দেজের সফর এখনো বাংলাদেশের শ্রম আইন সংশোধন ইস্যুতে আটকে আছে।

যুক্তরাষ্ট্র শ্রম আইনে তিনটি সংশোধনের দাবি তুলেছিল। এর মধ্যে দুটি ইতোমধ্যেই হয়েছে, একটি বাকি রয়েছে। এই বিষয়ে আলোচনায় সফরের ভাগ্য নির্ধারণ হবে।

সূত্রমতে, এই সফরে ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশন (ডিএফসি) থেকে বাংলাদেশকে শর্তযুক্ত ঋণ দেওয়ার বিষয়ে আলোচনা হতে পারে। যুক্তরাষ্ট্রভিত্তিক এই তহবিল জ্বালানি, স্বাস্থ্য, অবকাঠামো ও তথ্যপ্রযুক্তি খাতে কম সুদে, দীর্ঘমেয়াদি ও ক্ষেত্রবিশেষে সুদবিহীন বড় অঙ্কের অর্থায়ন করে থাকে। তবে এই বিনিয়োগের ক্ষেত্রে পরিবেশ, গণতন্ত্র, মানবাধিকার, পরিবেশ ও শ্রম অধিকারের ব্যাপারে যুক্তরাষ্ট্রের সন্তুষ্টি অর্জন করতে হয়। গণতন্ত্র, মানবাধিকার ও শ্রম অধিকার পরিস্থিতি রুগ্্ণ থাকা কোনো দেশে ডিএফসি তহবিল দেয় না।

অন্যদিকে ইউরোপিয়ান ইউনিয়নের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইয়োন গিলমোরও চার দিনের সফরে ঢাকা আসছেন ২৩ জুলাই। আয়ারল্যান্ডের সাবেক এই উপ-প্রধানমন্ত্রী এর আগে ২০১৮ সালে বাংলাদেশ সফর করেছিলেন। এবার তিনি সফরে রোহিঙ্গা ইস্যুকেই বেশি গুরুত্ব দেবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টররা। তিনি কক্সবাজার গিয়ে রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন।

এ ছাড়া সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা, সুশীল সমাজ, গণমাধ্যমের সঙ্গে আলোচনা করবেন। বাংলাদেশে সুনির্দিষ্ট কোনো মানবাধিকার বিষয় নিয়ে তিনি সফর করছেন না বলে জানিয়েছে ঢাকাস্থ ইইউ আবাসিক প্রতিনিধির কার্যালয় সূত্র।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত
ব্রেকিং নিউজ :