বাহিরের দেশ ডেস্ক: ওমানে সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। এতে একজন আহত হয়েছেন। সোমবার ওমানের স্থানীয় সময় ভোর ৪টার দিকে মোবেলা নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মোহাম্মদ খোরশেদ আলম (৩২)।
তার বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার পূর্ব গুমানমর্দ্দনে। তার বাবার নাম মুহাম্মদ শাহ আলম। ওমানের সুলতান কাবুস ইউনিভার্সিটি হাসপাতালে খোরশেদের মরদেহ রাখা হয়েছে।
সংবাদমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন নিহতের এলাকার বাসিন্দা মুহাম্মদ মাহফুজ। তিনি জানান, ওমান রাইস ভেজিটেবল মার্কেটে কাজ করতেন খোরশেদ। দুর্ঘটনার পর দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক খোরশেদকে মৃত ঘোষণা করেন।
আহতের নাম মুহাম্মদ সুমন। তার বাড়ি ফটিকছড়ি উপজেলার দক্ষিণ ছাদেক নগর এলাকায়। সুমনের অবস্থা গুরুতর হওয়ায় নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) চিকিৎসা চলছে।