কক্সবাজার প্রতিনিধি :বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি যথাযথভাবে বাস্তবায়নকল্পে মাঠ পর্যায়ে বিজিবি’র অভিযানিক কর্মকান্ড এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় কক্সবাজারের উখিয়া সীমান্ত থেকে ৪০ হাজার পিস ইয়াবাসহ ২ জন মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।
আজ (১২ আগস্ট) শনিবার দুপুরে বিজিবি’র কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনস্থ পালংখালী বিওপি’র সদস্যগণ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ ইয়াবা মায়ানমার হতে বাংলাদেশে এনে ক্রয়-বিক্রয় করবে। উক্ত সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপির একটি চৌকস আভিযানিকদল উখিয়ার পালংখালী ইউনিয়নের আঞ্জুমান পাড়া খায়েরের ঘের নামক স্থানে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবি টহলদল বর্ণিত স্থান থেকে ৪০,০০০ পিস বার্মিজ ইয়াবাসহ উখিয়ার আঞ্জুমানপাড়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে আরাফাত (২০) এবং আব্দুস সালামের ছেলে সিফাত (১৯) কে আটক করতে সক্ষম হয়।
আটককৃত ব্যক্তিদেরকে ইয়াবা’সহ উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।