সংবাদদাতা, কক্সবাজার: গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন মারা গেলেন কক্সবাজার জেলা শ্রমিক লীগের সভাপতি জহিরুল ইসলাম সিকদার।
রোববার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালে থাকা জহিরুল ইসলামের স্বজন কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ হোছাইন সিকদার।
এর আগে গত শুক্রবার রাত ১০টার দিকে কক্সবাজার লিংক রোডে দুর্বৃত্তের গুলিতে জহিরুল ইসলাম সিকদার ও তার ভাই ঝিলংজা ইউনিয়নের সদস্য প্রার্থী কুদরত উল্লাহ সিকদার (বর্তমান মেম্বার) গুলিবিদ্ধ হন।
ওই রাতে কক্সবাজার সদর হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় জহিরুল ইসলাম ও কুদরত উল্লাহকে। আজ চিকিৎসাধীন মারা যান জহিরুল ইসলাম।