নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন:দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী সৈকত নগরী কক্সবাজারে বার্ষিক সম্মেলন ও ৪৭ কোটি টাকার বীমা দাবী পরিশোধ করেছে।
গত ২৭-২৮ অক্টোবর হোটেল লংবিচে প্রায় ১০ হাজার বীমা কর্মীর অংশ গ্রহণে দুই দিনব্যাপী অনুষ্ঠিত সম্মেলনের শেষ দিন ২৮ অক্টোবর গ্রাহকদের মাঝে উক্ত টাকার বিভিন্ন চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানীর চেয়ারম্যান আলহাজ্ব মোরশেদ আলম এমপি, গেস্ট অব অনার ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন এফসিএ, বিশেষ অতিথি ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য মইনুল ইসলাম, নির্বাহী পরিচালক মোঃ হারুন-অর-রশিদ, পরিচালক মোঃ শাহ আলম, সভাপতিত্ব করেন কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন, বক্তব্য রাখেন কোম্পানীর ডিএমডি মোঃ খসরু চৌধুরী ও সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ। অনুষ্ঠানে কোম্পানীর চেয়ারম্যান মোরশেদ আলম এমপি অতিথিদের নিয়ে গ্রাহকদের মাঝে চেক হস্তান্তর করেন।