কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারে বাংলাদেশের অন্যতম ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফার্মাশিয়া লিমিটেডের বার্ষিক সম্মেলন ২০২২ গত ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য, ফার্মাশিয়া লিমিটেড দেশের স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান সনি-র্যাংগ্স গ্রæপ এর একটি অঙ্গপ্রতিষ্ঠান যা বিগত ২০০৮ সাল থেকে আর্ন্তজাতিক মানের উৎপাদন সুবিধা সম্পন্ন ফ্যাক্টরি হতে মানসম্পন্ন ঔষধ উৎপাদন করে সারা দেশে বিপণন ও বাজারজাতকরণ করে আসছে।
উক্ত অনুষ্ঠানে ফার্মাশিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক একরাম হোসেন তার বক্তব্যে বলেন, নতুন ঔষধ উৎপাদন ও বাজারজাতকরনে ফার্মাশিয়া লিমিটেড সবসময় চেষ্টা করে আসছে। তিনি আশা ব্যক্ত করেন, বাংলাদেশের চিকিৎসা সেবায় ফার্মাশিয়া লিমিটেড ভবিষ্যতে আরও নতুন নতুন ঔষধ যুক্ত করে ঔষধ শিল্পকে আরো সমৃদ্ধ করবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা তপন কুমার রয়। তিনি প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ লক্ষ্য ও কর্মপরিকল্পনা নিয়ে বিশদ আলোচনা করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালকমন্ডলীর সদস্য জনাব মোঃ শাহনেওয়াজ, বিপণন বিভাগের মহাব্যবস্থাপক জনাব মোহম্মদ আবুল বাশার হাওলাদার এবং বিক্রয় বিভাগের মহাব্যবস্থাপক জনাব পুলক কুমার পাল সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সারাদেশ থেকে আগত বিপণন ও বিক্রয় প্রতিনিধিগণ।
অনুষ্ঠানে ২০২১ সালের সেরা বিক্রয় প্রতিনিধিদের পুরস্কৃত করা হয়। অবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র্যাফেল ড্র এর মাধ্যমে অনুষ্ঠানের সুন্দর সমাপ্তি ঘটে।