নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও গঠনতন্ত্র পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকায় গঠনতন্ত্রের ২২(ক) ধারা মোতাবেক কক্সবাজার জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেলকে সংগঠন থেকে অব্যাহতি এবং গঠনতন্ত্রের ধারা-২৩ মোতাবেক জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে ব্যর্থ হওয়ায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ, কক্সবাজার জেলা শাখার কমিটি বিলুপ্ত করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ৮ জুন বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল-এর যৌথ স্বাক্ষরে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।