বাহিরের দেশ ডেস্ক: ডেমোক্র্যাটিক রিপাবলিক (ডিআর) অব কঙ্গোরতে জাতিসংঘবিরোধী বিক্ষোভে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জন আহত হয়েছে।
মঙ্গলবার পূর্বাঞ্চলীয় শহর গোমাতে বিক্ষোভের দ্বিতীয় দিন সহিংস হয়ে উঠলে এ হতাহতের ঘটনা ঘটে।
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, এটি একটি ‘যুদ্ধাপরাধ’।
সরকারি মুখপাত্র প্যাট্রিক মুয়ায়া জানিয়েছেন, গোমায় পাঁচজন নিহত এবং প্রায় ৫০ জন আহত হয়েছেন।
স্থানীয় পুলিশ প্রধান কর্নেল পল এনগোমা বলেছেন, বুটেম্বোতে সাতজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
এক বিবৃতিতে জাতিসংঘ মিশন বলেছে, বুটেম্বোতে একজন শান্তিরক্ষী এবং দুইজন জাতিসংঘ পুলিশ কর্মকর্তাও নিহত হয়েছেন।
স্থানীয় সময় সোমবার (২৫ জুলাই) দেশটির উত্তরের কিভু রাজ্যের প্রধান শহর গোমায় শুরু হয় বিক্ষোভ। এক দশকের বেশি সময় ধরে চলা সশস্ত্র গোষ্ঠীর হামলা নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ার প্রতিবাদে শান্তিরক্ষা মিশন ইউনাইটেড নেশনস অরগানাইজেশন স্টাবিলাইজেশন মিশন ইন দ্য ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (এমওএনইউএসসিও) বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়ে সাধারণ মানুষ।
গতকাল মঙ্গলবার বিক্ষোভ আরও উত্তরের বেনি ও বুটেম্বো শহরে ছড়িয়ে পড়ে।
বিবৃতিতে এক মুখপাত্র জানান, এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব।