নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : রাজধানী ঢাকার কদমতলী থানাধীন পলাশপুর এলাকায় গত শনিবার (২৭ মার্চ) বিকালে র্যাব-১০ এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে ১ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ অঞ্জনা (২৩) ও গোলাপ হোসেন (১৯) নামে ২ জনকে গ্রেফতার করে। এসময় তাদের নিকট থেকে ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ কদমতলীসহ আশপাশের বিভিন্ন এলাকায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।