ওমর ফারুক রুবেল: রাজধানীর কদমতলী এলাকা হতে বিস্ফোরক দ্রব্যসহ ২ জনকে গ্রেফতার করেছে র্যাব-১০ এর আভিযান দল।
গতকাল বৃহস্পতিবার (৩১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে র্যাব- ১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার কোতয়ালী থানাধীন ২২ কৈলাস ঘোষ লেন এলাকায় অভিযান চালিয়ে ৮২ পিস বিভিন্ন প্রকার বিস্ফোরক জাতীয় দ্রব্যসহ ২ জন ব্যক্তিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে বাবু মিয়া (২৫) ও সুধীর নন্দী (৩৬) । এসময় তাদের নিকট থেকে ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন যাবৎ কোতয়ালীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিস্ফোরকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।