আনন্দ ঘর ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। সোমবার (১৫ মার্চ) এক টুইটে এ তথ্য জানিয়েছেন এই অভিনেত্রী।
টুইটে ঋতুপর্ণা সেনগুপ্ত লিখেন—আমার কোভিড-১৯ পরীক্ষার রেজাল্ট পজিটিভ এসেছে। কিন্তু শারীরিকভাবে ভালো আছি। এখন সিঙ্গাপুরে একটি রিকভারি সেন্টারে কোয়ারেন্টাইনে রয়েছি। এখানে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সমস্ত নিয়ম মেনে চলছি।
এরপর আরেক টুইটে ঋতুপর্ণা তার পরিবারের অন্য সদস্যদের শারীরিক অবস্থার কথা জানান। এতে তিনি লিখেন—আপনাদের শান্ত ও নিরাপদে থাকার অনুরোধ করছি। আমার পরিবার ও স্টাফরা ভালো আছে। আপনাদের দোয়া ও ভালোবাসার জন্য ধন্যবাদ।
কাজের সূত্রে দীর্ঘদিন ধরে সিঙ্গাপুরের বাসিন্দা ঋতুপর্ণার স্বামী সঞ্জয়। তাদের দুই ছেলেমেয়ে অঙ্কণ এবং ঋষণাও সেখানে পড়াশোনা করছে। লকডাউন শুরুর আগে থেকে সিঙ্গাপুরে ছিলেন ঋতুপর্ণা। সেখানে দীর্ঘ সময় পরিবারের সঙ্গে কাটিয়েছেন। দশ মাস পর চলতি বছরের জানুয়ারিতে কলকাতায় ফিরে শুটিংয়ে অংশ নেন তিনি। সম্প্রতি আবারো সিঙ্গাপুরে যান এই অভিনেত্রী।