নিজস্ব প্রতিবেদক: করোনার টিকা নিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ। রবিবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর মহাখালীতে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে সন্ত্রীক টিকা নিয়েছেন তিনি। মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, শিক্ষাবিদ, চিকিৎসকসহ সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ এই হাসপাতাল থেকে টিকা গ্রহণ করেছেন।
টিকা গ্রহণের পর উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ‘টিকা গ্রহণের পর কোন ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। এটি স্বাভাবিক টিকা নেয়ার মতোই মনে হয়েছে। কোন ধরনের ভিতি নয়, সমাজের সকলেরই এই টিকা নেয়া উচিত।’ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দ্রæততম সময়ের মধ্যে টিকা এনে জনগণের মধ্যে বিতরণ করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন উপাচার্য।