নিজস্ব প্রতিবেদক , বাঙলা প্রতিদিন: প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী জানালেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের ১২ জন বিচারপতি করোনায় আক্রান্ত হয়েছেন।
আজ সোমবার সকালে আদালতের কার্যক্রম শুরু হলে এ তথ্য জানান তিনি।
হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, বর্তমানে আমাদের ১২ জন বিচারপতি করোনায় আক্রান্ত। কোর্ট পরিচালনা কষ্টকর হয়ে যাচ্ছে।
আরও বলেন, পরিস্থিতি খারাপ হলে মনে হয় আবার ভার্চ্যুয়াল আদালত পরিচালনা করতে হবে।
এ দিকে রবিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে ১ হাজার ৬৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় করোনায় মৃত্যু হয়েছে দুজনের। সংক্রমণের শুরু থেকে এখন পর্যন্ত দেশে ১৯ লাখ ৬৫ হাজার ১৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬ হাজার ৬৮৮ জন। আর মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৪০ জনের।
মাঝে অনেক দিন করোনা সংক্রমণে নিম্নগতি দেখা গেলেও চলতি মাসে ফের বাড়বাড়ন্ত দেখা যাচ্ছে। বেড়েছে শনাক্ত ও মৃত্যুর সংখ্যা।