300X70
রবিবার , ৩ জানুয়ারি ২০২১ | ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

করোনায় একদিনে দেশে ঝাড়ল আরও ২৭ প্রাণ

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জানুয়ারি ৩, ২০২১ ৫:৩৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: দেশে করোনায় একদিনে ঝড়লো আরও ২৭ প্রাণ। আর নতুন করে শনাক্ত হয়েছে
৮৩৫ জন। এনিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৬২৬ জনে । নতুন মৃতদের মধ্যে ১৬ জন পুরুষ, বাকিরা নারী।

রোববার (৩ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৮০টি ল্যাবরেটরিতে ১০ হাজার ৮৬৭টি নমুনা সংগ্রহ ও ১০ হাজার ৯২৫টি পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে নমুনা পরীক্ষার সংখ্যা ৩২ লাখ ৬০ হাজার ৩২৭টিতে দাঁড়িয়েছে।

এর মধ্যে গত একদিনে আক্রান্ত হয়েছেন ৮৩৫ জন। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা ৫ লাখ ১৬ হাজার ১৯ জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে সুস্থ হয়েছেন ৯৭৮ জন। ফলে বেঁচে ফেরার সংখ্যা বেড়ে ৪ লাখ ৬০ হাজার ৫৯৮ জনে পৌঁছেছে।

নতুন মারা যাওয়াদের মধ্যে ঢাকায় ১৫ জন, রাজশাহীতে ৪ জন, খুলনায় ১ জন, রংপুরে ৩ জন, সিলেটে ২ ও ময়মনসিংহে ২ জন রয়েছেন।

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় এবং প্রথম করোনা রোগীর মৃত্যু হয় দশ দিন পরে ১৮ মার্চ।

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :