সারাদেশে করোনায় আক্রান্ত ২০ হাজার ২৯১ জন পুলিশ,
নারী সদস্য ৮৪৩ জন, আনসার সদস্য ৯৫ জন ও সিভিল সদস্য ৪৭৬ জন এবং অন্যন্যা ১৯ হাজার ৪৪৮ জন পুরুষ সদস্য
নিজস্ব প্রতিবেদক: সারাদেশে করোনায় আক্রান্ত ২০ হাজার ২৯১ জন পুলিশ। এরমধ্যে নারী সদস্য ৮৪৩ জন, আনসার সদস্য ৯৫ জন ও সিভিল সদস্য ৪৭৬ জন এবং অন্যন্যা ১৯ হাজার ৪৪৮ জন পুরুষ সদস্য। এ পর্যন্ত ৯০ পুলিশ সদস্যের প্রাণ কেড়েছে বৈশ্বিক মহামারি করোনায়।
গতকাল বৃহস্পতিবার (১৫ এপ্রিল) পর্যন্ত ৯০ পুলিশ সদস্য করোনায় মারা গেছেন। এসময় সারাদেশে মোট ২০ হাজার ২৯১ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। ডিএমপিতে (ঢাকা মেট্রোপলিটন পুলিশ) তিন হাজার ৪১৩ জন। যা আক্রান্তদের দিক থেকে বেশি।
পুলিশ সদর দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, সারা দেশে আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে ১৯ হাজার ৩৯৬ জনই সুস্থ হয়েছেন। সর্বশেষ বৃহস্পতিবার পুলিশ বাহিনীর ২৩৫ জন কোয়ারেন্টাইনে ছিলেন। তাদের মধ্যে ১৮ জন র্যাব সদস্য রয়েছেন।
করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে নারী সদস্য রয়েছেন ৮৪৩ জন। পুলিশের সঙ্গে কর্মরত আনসার সদস্য ৯৫ জন এবং সিভিল সদস্য রয়েছেন ৪৭৬ জন। বাকি ১৯ হাজার ৪৪৮ জন পুরুষ সদস্য।
২০২১ সালে গত সাড়ে তিন মাসে এক হাজার ৪৪৭ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে জানুয়ারি মাসে ১৬২ জন, ফেব্রুয়ারি মাসে ৭৬ জন, মার্চে ৫৩২ জন এবং এপ্রিলের ১৫ দিনে ৬৭৭ জন আক্রান্ত হয়েছেন।