বাহিরের দেশ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ভারতে আরো তিন হাজার ৮শ’ ৭৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় শনাক্ত হয়েছে ৩ লাখ ২৬ হাজার ১২৩ জনের শরীরে।
এরআগের দু’তিনদিনের পরিসংখ্যান অনুযায়ী মৃত্যু ও শনাক্ত উভয়ই কিছুটা কম। আজ শনিবার (১৫ মে) এ তথ্য প্রকাশ করেছে ওয়ার্ল্ডোমিটার।
এ মহামারিতে ভারতে শনাক্তের সংখ্যা ২ কোটি ৪৩ লাখ ৭২ হাজার ২৪৩ জনে। এনিয়ে মৃত্যু ২ লাখ ৬৬ হাজার ২২৯ জনের। করোনায় সেরে ওঠা রোগীর সংখ্যা ২ কোটি ৪ লাখের বেশি।
গত ১১ মে দেশটিতে একদিনে ৪২০০ জনের মৃত্যু হয়। গত ৭ এপ্রিল ৪১৯৪ জনের মৃত্যু হয়। সবমিলিয়ে দেশটিতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬২ হাজার ৩৫০ জনে।
এছাড়া গত ৬ মে দেশটিতে একদিনে সর্বোচ্চ ৪ লাখ ১৪ হাজার ৪৩৩ জন শনাক্ত হয়। এটি এখন পর্যন্ত দেশটি সর্বোচ্চ শনাক্ত। ৫ মে ৪ লাখ ১২ হাজার ৬১৮ জন শনাক্ত হয়।
করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরুর পর ভারতে প্রায় প্রতিদিনই ২ হাজার জনেরও বেশি মানুষের মৃত্যু হচ্ছে। একই সঙ্গে প্রতিদিন আক্রান্ত হচ্ছেন ৩ লাখের বেশি।
এদিকে ভারতের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। বিশেষ করে দেশটির হাসপাতালগুলোতে যেভাবে কোভিড রোগীদের ভিড় বেড়েছে, তা অত্যন্ত দুশ্চিন্তার বিষয় বলে জানিয়েছে তারা। টিকা নিয়ে অনিশ্চয়তা এবং সংক্রমণ বৃদ্ধির মধ্যেই যা নতুন করে চিন্তা বৃদ্ধি করল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।