বাঙলা প্রতিদিন ডেস্ক: দেশে এদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ১৫ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছে ২৯২ জন। গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে। তবে, কমেছে নতুন করোনা শনাক্ত রোগীর সংখ্যা।
দেশে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ২০৫ জনে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৫ লাখ ৩৮ হাজার ৬২ জনে। রবিবার (৭ ফেব্রুয়ারি) করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গেল ২৪ ঘন্টায় ৫৩১ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ৮৩৬ হাজার ৩৭২ জন। এছাড়া ২৪ ঘন্টায় দেশে পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২ দশমিক ৩৫ শতাংশ এবং এ পর্যন্ত পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৩৫ শতাংশ। আর সুস্থতার হার ৮৯ দশমিক ৮৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫২ শতাংশ।
এর আগে, গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে ৮ জনের মৃত্যুর খবর জানানো হয় এবং ৩০৫ জনের দেহে করোনা শনাক্ত হয়।
এদিকে, বিশ্বে এখন পর্যন্ত ১০ কোটি ৬৪ লাখ ৪ হাজার ১২৬ জনের করোনা শনাক্ত হয়েছে এবং ২৩ লাখ ২১ হাজার ৭৬১ জনের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। এছাড়া বিশ্বব্যাপী সুস্থ হয়েছে ৭ কোটি ৮০ লাখ ৬২ হাজার ৩০৭ জন করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে করোনাভাইরাসের সংক্রমণ নিশ্চিত হওয়া গেলেও বাংলাদেশে ভাইরাসটি শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ওইদিন তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর।