ডেস্ক রিপোর্ট, বাঙলা প্রতিদিন:
গত ২৪ ঘন্টায় দেশের ১২ জেলায় করোনা ও উপসর্গ নিয়ে আরো ১১৯ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ময়মনসিংহ ও রাজশাহী জেলায়।
ময়মনসিংহ ও রাজশাহী জেলায় ১৯ জন করে ৩৮ জন মারা গেছে। এদিকে করোনা ও উপসর্গ নিয়ে কুমিল্লা জেলায় মারা গেছে ১৬ জন, কুষ্টিয়া জেলায় মারা গেছে ১৪ জন, রবিশালা জেলায় ১২ জন, চট্রগ্রাম বিভাগে ১০ জন, টাঙ্গাইল জেলা ৭ জন, চুয়াডাঙ্গা জেলায় ৬ জন, রাজবাড়ি জেলায় ৪ জন, ঠাকুরগাও জেলায় ৪ জন, ঝিনাইদহ জেলায় ৭ জন এবং দিনাজপুর জেলায় একজন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
গতকাল বুধবার সকাল ৮ টা থেকে বৃহস্পতিবার সকাল ৮ টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়।
আজ বৃহস্পতিবার সকালে বাঙলা প্রতিদিনের প্রতিনিধিদের পাঠানো খবরে এসব তথ্য জানা গেছে।
এদিকে গতকাল বুধবার সারাদেশে করোনায় ২১০ জনের মৃত্যু হয়। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ায় ১৭ হাজার ৫২ জনে। একই দিনে আক্রান্তের সংখ্যা ছিল ১২ হাজার ৩৮৩ জন।
বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ কোটি ৯১ লাখ ৩৮ হাজার ৮০৪ জনে। আর এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪০ লাখ ৭৪ হাজার ৮০ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৭ কোটি ২৭ লাখ ৭৬ হাজার ৬২৯ জন।