বাহিরের দেশ ডেস্ক: বিশ্বজুড়ে থামছেই না প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডব। এই ভাইরাসের ছোবলে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার) আরও ১১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে হয়েছে ২৯ লাখের বেশি।
শুক্রবার সারাবিশ্বে ২৯ লাখ ১২ হাজার ৪৩২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই সময়ে মৃত্যু হয়েছে ১১ হাজার ২৮৪ জনের।
দৈনিক মৃত্যু আর সংক্রমণে এখনও শীর্ষে যুক্তরাষ্ট্র। ২ হাজার ৬১৯ প্রাণহানি হয়েছে দেশটিতে। ২ লাখ ৮১ হাজার ৪৬৯ মানুষের দেহে মিলেছে এই ভাইরাস।
মৃত্যুর দিক থেকে পরের অবস্থানে ব্রাজিল ও ভারত। দু’টি দেশেই প্রাণহানি হাজারের ওপর। লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে মারা গেছে এক হাজার ৬৮ জন। দেশটিতে এদিন নতুন সংক্রমণ ধরা পড়েছে দুই লাখ ২৮ হাজার ২৯৮ জনের।
ভারতে মৃত্যু হয়েছে এক হাজার ৫৬ জনের। এদিন দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে এক লাখ ২৫ হাজার ৯৪১ জন।
তবে সংক্রমণ শনাক্তে এদিন দ্বিতীয় অবস্থানে রয়েছে ফ্রান্স। দেশটিতে একদিনে ২ লাখ ৪১ হাজার ৪৯ জনের শরীরে করোনা পজিটিভ ধরা পড়েছে। সেদেশে মৃত্যু হয়েছে ৩৫৫ জনের।
জার্মানিতে ২ লাখ সাড়ে ৩৫ হাজার ৫১১ জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়েছে। দেশটিতে মৃত্যু হয়েছে ১৬৫ জনের। সূত্র: ওয়ার্ল্ডওমিটার্স