দেশের বাইরে ডেস্ক : বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনার জন্য আরোপিত বিধিনিষেধ তুলে নিতে চরম সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়ে বলেছে, উচ্চহারে টিকা প্রদান ভাইরাসের বিস্তার নাও ঠেকাতে পারে।
জাতিসংঘের বিশেষায়িত এই সংস্থাটি সব দেশের সরকারের কাছে আহ্বান জানিয়েছে যে কষ্টার্জিত জয় যেন নষ্ট না হয় এবং ফের হাসপাতালগুলো রোগীর ভিড়ে ঠাঁসাঠাসি না হয়ে ওঠে।
১৯ জুলাই থেকে ইংল্যান্ডের করোন ভাইরাস সংক্রান্ত বেশিরভাগ বিধিনিষেধ তুলে নেওয়ার পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে ডাব্লুএইচওর স্বাস্থ্য জরুরী প্রোগ্রামের নির্বাহী পরিচালক মাইকেল রায়ান বলেন, আমি এই সময়ে জনস্বাস্থ্য এবং সামাজিক ব্যবস্থাগুলির সম্পূর্ণ তুলে নেওয়ার ক্ষেত্রে ‘চূড়ান্ত সতর্কতা’ অনুরোধ করব।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে দেখা যায়, বিশ্বব্যাপী টানা সাত সপ্তাহ ধরে নতুনভাবে রিপোর্ট হওয়া আক্রান্তের সংখ্যা কমার পরে, গত দু’সপ্তাহে নতুন করে তা সামান্য বেড়েছে।
এদিকে, বার্তাসংস্থা এএপপির এক হিসেবে দেখা গেছে, ইউরোপীয় দেশগুলোতে শতকরা ১০০ জনের মধ্যে ৭০ জন নাগরিককে ইতিমধ্যে টিকা দেওয়া হয়ে গেছে।