করোনা মোকাবেলায় বিশেষ অবদানের স্বীকৃতি
ঝিনাইদহ প্রতিনিধি: করোনা মোকাবেলায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের পক্ষ থেকে স্বর্ণপদক সম্মাননা স্মারক পেলেন চেয়ারম্যান পারভেজ মাসুদ লিলটন। তিনি ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়নের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান। খোজ নিয়ে জানা যায়, দেশে করোনাকালীন সময় সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়নসহ বিভিন্ন স্থানে স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দুরত্ববজায় রাখতে মাস্ক ব্যবহার করাসহ করোনা মোকাবেলায় সর্বাত্বক ভ’মিকা পালন করেছেন। এছাড়াও কারোনাকালীন সময়ে সরকারী অনুদানের পাশাপশি অসহায় কর্মহীন খেটে খাওয়া মানুষকে নিজ উদ্যোগে আর্থিক সহযোগিতা প্রদানসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। জীবনের ঝুকি নিয়ে রাত দিন জনগণের কল্যানে কাজও করেছেন তিনি। এরই স্বীকৃতি স্বরুপ বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের পক্ষ থেকে সম্প্রতি তাকে স্বর্ণপদক সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের সভাপতি এস এ এম জাকারিয়া আলম ও সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন ভুইয়া রিপন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে ঘোড়শাল ইউনিয়নের চেয়ারম্যান বরাবর স্বর্ণপদক সম্মাননা স্মারক পাঠানো হয়।