বাহিরের দেশ ডেস্ক: ভারতের কর্নাটকে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৭ নারী যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১১ জন। শুক্রবার রাতে কর্নাটকের বিদার এলাকার চিট্টাগাপ্পা এলাকায় একটি গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটে।
এনডিটিভি জানায়, নিহত সাত নারীই শ্রমিক। তারা কাজ সেরে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। সে সময়ই একটি ট্রাকের সঙ্গে অটোর সংঘর্ষ ঘটে।
পুলিশ নিহতদের পরিচয় শনাক্ত করেছে। তারা হলেন- পার্বতী (৪০), প্রভাবতী (৩৬), গুন্দাম্মা (৬০), ইয়াদাম্মা (৪০), জগ্গাম্মা (৩৪), ঈশ্বরাম্মা (৫৫), রুক্মিণী বাই (৬০)।
অটো ও ট্রাকের চালকসহ ১১ জন এই দুর্ঘটনায় আহত হয়েছেন। তাদের মধ্যে দু’জনের শারীরিক অবস্থা সংকটজনক। এই ঘটনায় মামলা করেছে পুলিশ।