নারায়ণগঞ্জ প্রতিনিধি: আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কাঁচপুর আওয়ামী লীগের প্রাধান কার্যালয় হাজী ফয়সাল খাঁন প্লাজায় কাঁচপুরের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মাহবুব খাঁন ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের মাননীয় সদস্য আলহাজ্ব নূঁরে আলম খাঁনের উদ্যোগে আজ বুধবার (২৩ জুন) গরীব দুস্থ অসহায় ও ছিন্নমূল পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মোঃ এডঃ আবুল হাসনাত শহিদ বাদল, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সভাপতি এডঃ সামসুল ইসলাম ভূইয়া, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডঃ আবু জাফর চৌধুরী বিরু, সোনারগাঁও উপজেলা ছাত্র লীগের সভাপতি হাসান রাশেদ সহ আরও নেতাকর্মীরা।