নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার ছেলে মির্জা মাশরুর কাদের ওরফে তাশিকের (২৫) হামলার শিকার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে ভাইরাল হয়েছে।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বিকেল ৪টায় কোম্পানীগঞ্জ থানার সামনে এই ঘটনা ঘটে। ঘটনার পর হামলার ৩৬ সেকেন্ডের ওই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা গেছে, উপজেলা আ.লীগ কমিটি অনুসারী বসুরহাট পৌরসভার ৬নং ছাত্রলীগ,যুবলীগ কর্মিদের সাথে কাদের মির্জার ছেলে তাশিক মির্জার কথা কাটাকাটির হচ্ছে। এক পর্যায়ে উপজেলা আ.লীগ অনুসারীরা পৌরসভা ৯ং ওয়ার্ড ছাত্রলীগ নেতা জিসানকে লাথি,কিল,ঘুষি দেয় এবং কাদের মির্জার ছেলেকে মারধর করে। পরে ঘটনাস্থলে উপস্থিত উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল তাদের নিবৃত করেন।
দুই পক্ষের সংঘর্ষের এক পর্যায়ে প্রতিপক্ষ গ্রুপের ইটের আঘাতে তাশিক মির্জার মাথা ফেটে যায়। ওই সময় কাদের মির্জার ছেলেও তার অনুসারীরা প্রতিপক্ষের কঠোর প্রতিরোধের মুখে থানার সামনে থেকে স্থান ত্যাগ করতে বাধ্য হয়।
উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল জানান, উত্তোজিত দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটে। মির্জা অনুসারীরা একটি ভিডিও কার্টিং করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে।
উল্লেখ্য, কোম্পানীগঞ্জ থানার মূল ফটকের সামনে বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বিকেল ৪টার দিকে মির্জা অনুসারীদের ফেইসবুক লাইভকে কেন্দ্র করে মির্জা কাদের ও উপজেলা আ.লীগ অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
ওই ঘটনায় এ পর্যন্ত পাল্টাপাল্টি ৪টি মামলা দায়েরের ঘটনা ঘটে। ওই ৪টি মামলায় এ পর্যন্ত স্থানীয় আ.লীগের ৫৩০ জন নেতাকর্মিকে আসামি করা হয়েছে। তবে তাশিক মির্জা ও তার অনুসারীদের ওপর হামলার ঘটনায় আলাদা করে কোন মামলা হয়নি।