300X70
মঙ্গলবার , ১৫ নভেম্বর ২০২২ | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

কানজয়ী ‘জয়ল্যান্ড’ ইসলামবিরোধী নয়, দাবি অভিনেত্রী আলিনার

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
নভেম্বর ১৫, ২০২২ ৩:০৫ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক: গল্পটা একজন তৃতীয় লিঙ্গের (ট্রান্স জেন্ডার) নারীর সাথে একজন পুরুষের প্রেমের। তবে সেই গল্পের সিনেমাকে ভালোভাবে নেয়নি পাকিস্তানের বিভিন্ন ইসলামপন্থি গোষ্ঠীগুলো। দেশটিতে সিনেমাটি নিষিদ্ধ করা হয়েছে।

পাকিস্তান সরকারের এই সিদ্ধান্তকে দুঃখজনক বললেন সিনেমাটির তৃতীয় লিঙ্গের অভিনেত্রী আলিনা খান। তার অভিনীত জয়ল্যান্ড সিনেমা পাকিস্তানে নিষিদ্ধ হওয়ায় প্রতিক্রিয়ায় আলিনা বলেন, ‘আমি খুব দুঃখিত। সিনেমাটিতে ইসলাম বিদ্বেষী কিছু নেই। আমি বুঝতে পারছি না এ সিনেমা কীভাবে ইসলামকে বিপদাপন্ন করবে।’

এই ঘটনায় পাকিস্তানের তৃতীয় লিঙ্গের মানুষরাও বেশ হতাশ বলে দাবি করেছেন আলিনা।
অস্কারে পাকিস্তানি সিনেমা হিসেবে মনোনয়নও পেয়েছে জয়ল্যান্ড। তবে কট্টর ইসলাপন্থিদের চাপের মুখে শুক্রবার মুক্তি পেতে যাওয়া সিনেমাটি নিষিদ্ধ করতে বাধ্য হয়েছে পাকিস্তান সরকার। সিনেমাটিকে ইসলাম বিরোধী বলে দাবি করেছেন, ইসলামপন্থিরা।

এই সিনেমার গল্পটা লাহোরের। যেখানে হায়দার নামের এক বিবাহিত পুরুষ নাচের দলে যোগ দেন এবং সেখানেই এক তৃতীয় লিঙ্গের নর্তকীর প্রেমে পড়েন। যার নাম বিবা। আর বিবা চরিত্রেই অভিনয় করেছেন আলিনা।

আলিনা বলেন, ‘সে (বিবা) আপোসহীন, ভয়হীন স্বাধীনচেতা, আধিপত্যবাদী ও স্পষ্টভাষী নারী। যেমনটা আমি মোটেও নই। তবে আমি এই চরিত্রটিকে ভালোবাসি।’

আলিনা আরো জানান, তৃতীয় লিঙ্গের হওয়ায় তাকে পরিবারও মেনে নেয়নি। তিনি বলেন, ‘আমার পরিবার আমাকে গ্রহণ করেনি, আমার সমাজও না।’ এমনকি তার আত্মীয় স্বজনের মতো নিজের মাও তাকে ভালোভাবে নেয়নি জানিয়ে আলিনা বলেন, ‘সে (মা) আমাকে কথা বলার সময় মেয়েদের মতো হাত নাড়াতে নিষেধ করতেন। আমাকে ছেলেদের মতো বসতে বলতেন এবং মেয়েদের সাথে মিশতে বারণ করতেন।’

জয়ল্যান্ড চলতি বছরের মে মাসে কান চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে জুরি ও কুইয়্যার পাম পুরস্কার জিতে ইতিহাস গড়েছিল।

সূত্র: গার্ডিয়ান

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত
ব্রেকিং নিউজ :