নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : রাজধানী ঢাকার কামরাঙ্গীরচর থানাধীন আশ্রাফাবাদ এলাকায় গত শুক্রবার (১৩ জানুয়ারি) র্যাব-১০ এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে ১ হাজার ৪৭০ পিস ভেজাল ঔষধসহ ১ জন ঔষধ কালোবাজারীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ জোবেদ আলী (৪০) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ০১টি মোবাইল ফোন ও নগদ- ১ হাজার ১৫০ টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার ঔষধ কালোবাজারী চক্রের সক্রিয় সদস্য। সে বেশ কিছুদিন যাবৎ দেশী ও বিদেশী বিভিন্ন কোম্পানির নামে নকল ঔষধ সংগ্রহ করে কামরাঙ্গীরচরসহ ঢাকা শহরের বিভিন্ন ঔষধের দোকানে সরবরাহ করে আসছিল ।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।