নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: রাজধানীর কারওয়ান বাজার এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। নিহতের পরিচয় পাওয়া যায়নি।
উদ্বারকারীরা জানায়, কারওয়ান বাজার প্রিন্স হোটেলের সামনে ছিনতাইকারীরা এক ব্যক্তির মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার সময় ওই যুবক প্রতিহতের চেষ্টা করেন। এক পর্যায়ে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন ওই যুবক। রক্তাক্ত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ঢাকা মেডিক্যালের মর্গে রাখা হয়েছে। নিহতের পরিচয় জানা যায়নি।
তেজগাঁও থানা ওসি অপূর্ব হাসান বলেন,ভিকটিমের পকেটে আমরা একটা মানিব্যাগ পেয়েছি। সেখানে ডাচ বাংলা ব্যাংকের একটি কার্ড পেয়েছি। সেটা থেকে আমরা হয়তো তার পরিচয় শনাক্ত করতে পারবো।