প্রতিনিধি, গাইবান্ধা: শুক্রবার সন্ধ্যায় গাইবান্ধার ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে গাছচাপায় পড়ে রাবেয়া বেগম (৫০) নামের এক নারী নিহত হয়েছেন। রাবেয়া বেগম শহরের সরকারপাড়া এলাকার মৃত আবু মিয়ার মেয়ে। এ ছাড়া ঝড়ে গাইবান্ধা জেলা শহর ও আশপাশের এলাকার অসংখ্য গাছপালা উপড়ে গেছে।
জানা যায়, শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে হঠাৎ কালবৈশাখী ঝড়ের সঙ্গে বৃষ্টি শুরু হয়। ঝড়ে জেলা শহর ও আশপাশের এলাকার অসংখ্য গাছপালা উপড়ে যায়।
রাবেয়া বেগম বাজার করতে বাড়ি সংলগ্ন হকার্স মার্কেটে অবস্থান করছিলেন। ঝড় দেখে তিনি তড়িঘড়ি করে বাড়ি ফেরার পথে রেলস্টেশনের পশ্চিমে মার্কাস মসজিদেও সামনে পৌছালে একটি রেইনট্রি গাছের ডাল ভেঙে তার ওপর পড়ে। গাছের ডালের নিচে চাপা পড়ে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
গাছচাপায় নারী মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা সদর থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রউফ।