বাবলু মল্লিক, কালিয়া : নড়াইলে কালিয়া ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে আটক সাজ্জাদ হোসেন (১৯) হয়েছে। সে উপজেলার মহিষখোলা গ্রামের মােঃ ইকলাচ শেখের ছেলে।
রবিবারে গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা ডিবি পুলিশের এসআই দেবব্রত চিন্তাপাত্র ও কনস্টেবল ইকরামুল ইসলাম সঙ্গীয় ফোর্স খররিয়া মাধ্যমিক বিদ্যালয় পিছন হতে ঐ যুবককে আটক করেন।
ডিবি পুলিশের এসআই দেবব্রত চিন্তাপাত্র জানান, আটক আসামি ইয়াবা বিক্রির সময় তার শরীর তল্লাশি করে ২০পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ নিয়ে একটি মামলা দায়ের হয়েছে।