প্রতিনিধি, কালীগঞ্জে : এক লাফে প্রায় তিনশ’ টাকা দাম বৃদ্ধি করার ফলে এলপিজি গ্যাস ব্যবহারকারীদের মধ্যে ঝিনাইদহের কালীগঞ্জে দেখা দিয়েছে হতাশা। চাল, ডাল, তেল, পিয়াজ, লবণ, বিদ্যুৎ শাক-সবজি, কাঁচামরিচসহ সকল দাম অতিরিক্ত বৃদ্ধির ফলে সাধারণ মানুষের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
তাই আবার খড়িতে ফিরে যাবেন দোকান কর্মচারী কালীগঞ্জের মনোহরপুর গ্রামের বাপ্পারাজ ।
তিনি বলেন, সারা মাস গতর খেটে বেতন পাই ১০ হাজার টাকা। বউ আর ৩ ছেলেমেয়েসহ ২ জনের সংসার। কোনো মতো চলে। এই টাকায় পড়ালেখা, বাড়ি ভাড়া ২ হাজার দিয়ে যা থাকে তাতে কোনো মতো চলে কিন্তু এই গ্যাস আমাদের পরিবারকে আরও পিছিয়ে দিল।
কাকে বলবো দুঃখের কথা। কে শুনবে আমাদের দুঃখের কথা। সবকিছুর দাম বেশি। চলি কীভাবে। এখন বাধ্য হয়ে স্কুলে যাওয়া বাদ দিয়ে মেয়ে দুটোকে খড়ি কুড়াতে পাঠাতে হবে। তাছাড়া আর টানতে পারছি না। তিনি বলেন, খড়ির বদলে গ্যাস সিলিন্ডার কিনেছিলাম বউ নাজমাকে একটু শান্তিতে কাজ করার জন্য।
আগে এলপিজি গ্যাসের দাম ছিল ৮শ’ ৫০ টাকা। কয়েক বছর ভালোই গেল। আস্তে আস্তে গ্যাসের দাম বাড়তে শুরু করলো কিন্তু আমার বেতন তো আর বাড়ে না। তাই কষ্ট করে গ্যাস কিনেই চালিয়ে নিচ্ছিলাম কিন্তু এখন আর সম্ভব না। ৮শ’ টাকার গ্যাস হয়েছে ১৩শ’ ৫০ টাকা।
বাপ্পারাজ বলেন, আবার খড়িতে ফিরে যাবো। আমার পোষাবে না। শুধু তো আর গ্যাস নয়, সবকিছুর দাম চড়া, ক্যামন করে চলি? অভিযোগে জানাগেছে, কালীগঞ্জ শহরের মধূগঞ্জবাজার, নতুনবাজার, এমইউ কলেজরোড, মহিলা কলেজরোড, মিলগেট, নলডাঙ্গারোড মেইনবাসষ্ঠান ব্যাঙ্গে ছাতামত গড়ে উঠেছে বিষ্ফোরক লাইসেন্সবিহীন গ্যাসের দোকান ।
অসাধূ কিছু ব্যবসায়ী জেলার ডিলারদের সাথে সিন্ডিকেট করে সরকারী মূল্যে চেয়ে বেশি দামে গ্যাস বিক্রয় করে আসছেন । এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন বলেন , যদি কেউ বেশিদামে গ্যাস বিক্রয় করেন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে ।