কলকাতা থেকে মনোয়ার ইমাম: আগামী কাল তৃতীয় দফায় ভোটে সতর্ক কেন্দ্রীয় সামরিক বাহিনীর সদস্যরা।কাল তৃতীয় দফায় ভোট শুরু হতে চলেছে। সবরকম প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন ও কেন্দ্রীয় সরকারের আধা সামরিক বাহিনীর সদস্যরা।
প্রতিটি বুথে কেন্দ্রীয় সামরিক বাহিনীর সদস্যরা থাকছে সঙ্গে পশ্চিম বাংলার পুলিশ এর একজন হোম গার্ড।যে কোন পরিস্থিতি তে মোকাবেলা ক্ষমতা দেওয়া হয়েছে আধা সামরিক বাহিনীর জোয়ানদের।
নির্বাচন কমিশন প্রতিটি বুথে কেন্দ্রীয় সামরিক বাহিনীর সদস্য ছাড়া থাকছে মাইক্রো অবজার্ভার। এবং মাইক্রো কুইক ফোর্স নিয়ে ঘুরবে কেন্দ্রীয় সামরিক বাহিনীর সদস্যরা।যে কোন পরিস্থিতি তে সব ধরনের প্রস্তুতি নিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। অবাধ ও নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচন করতে বদ্ধপরিকর হয়েছে পশ্চিম বাংলার মুখ্য নির্বাচন কমিশন।