বাঙলা প্রতিদিন ডেস্ক : কুড়িগ্রামের ফসলি জমিতে ধান মাড়াই ও রোদে শুকানো কাজে ব্যস্ত সময় পাড় করছে কৃষকরা ও দাগনভূঞায় বিনা ২৫ ধানের বাম্পার ফলনে কৃষকের হাসি ফুটেছে। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত;
কুড়িগ্রাম প্রতিনিধি জানান, কুড়িগ্রামের বিভিন্ন উপজেলায় বিভিন্ন এলাকায় ফসলের জমিতে কাটা ধান মাড়াই ও রোদে শুকানো কাজে ব্যস্ত সময় পাড় করছে কৃষকরা।
মঙ্গলবার (০২ মে) সরেজমিনে গিয়ে দেখা যায়, কুড়িগ্রামের সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়য়ের কাচিচর সহ বিভিন্ন এলাকায় ফসলের মাঠে কৃষকরা কেউ ধান কাটছে,কেউ কাটা ধান মাড়াই করছে। আবার কেউবা পরিবারের সবাইকে নিয়ে ধানের চিটা পরিস্কার করে রোদে শুকানো কাজে ব্যস্ত সময় পাড় করছেন।
এবার বোরো ধান বাম্পার ফলন হওয়ায় কৃষকদের মুখে হাসি ফুটেছে। তবে মাঝখানে তীব্র তাপদাহে কৃষকরা একটু দুশ্চিন্তায় ছিল। বর্তমান আবহাওয়া অনুকুলে থাকায় কিষান-কিষানীরা কোমড় বেধে ধান মাড়াই ও রোদে শুকানো কাজে নেমে পড়েছে।এই ধান সিদ্ধ করে আবার শুকিয়ে গোলায় তুলতে হবে।তাই কৃষকরা তাদের কষ্টের সোনালী ধান ঘরে তুলতে মনের আনন্দে দিনভর কাজ করছে।
কাচিচর এলাকার কৃষক বছির উদ্দিন বলেন,বাহে এবার ধান খুব ভালো হয়েছে।কয়দিন আগে যে গরম গেল, আল্লাহর রহমতে এখন গরম অনেকটা কমেছে।তবে এখন আকাশে কালো মেঘ দেখা যায়।বৈশাখের অর্ধেক দিন চলে গেছে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।
এ জন্য তাড়াতাড়ি জমিতেই কাটা ধান মাড়াই শেষ করে শুকিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছি।
শুল্কুর বাজার এলাকার জমিরন বেওয়া জানান,আমার যে একটু জমি আছে তাতে ভালো ধান হয়েছে।কয়দিন আগে থাকি যে গরম রোদ আর গরম পড়ছিল।মনে করছি এবার ধানগুলা নষ্ট হবে।কিন্তু দুইদিন থাকি আকাশে মেঘ আর রাতে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে। কখন যে কাল বৈশাখী ঝড় বৃষ্টি শুরু হয়।সে জন্য ধান শুকানোর পর ধানের চিটা পরিস্কার করে ঘরে নিয়ে যাই।
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক বিপ্লব কুমার মোহন্ত বলেন,কুড়িগ্রামে এবছর বোরো ধান ১লক্ষ ১৬হাজার ৯১০ হেক্টর জমিতে লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে । এখন পর্যন্ত ৩০ ভাগ ধান কাটা মাড়াই শেষ হয়েছে। যদি কোন প্রাকৃতিক দূর্যোগ না হয় তাহলে আশা করছি এবার বোরোর বাম্পার ফলন হবে।তবে এখন পর্যন্ত আবহাওয়া অনুকুলে আছে।
এদিকে, ফেনী প্রতিনিধি জানান : ফেনীর দাগনভূঞা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক তত্বাবধানে নতুন প্রযুক্তি বোরো বিনা ২৫ ধান চাষাবাদে বাম্পার ফলন পেয়েছেন কৃষক জসিম উদ্দিন। দাগনভূঞা পূর্বচন্দ্রপুর ইউনিয়ন নয়ানপুর কৃষি প্রদর্শণীর আওতায় বিনা ২৫ ধান চাষাবাদের বাম্পার ফলনে অত্র উপজেলায় বীজ সংগ্রহের জন্য যথারীতি হৈচৈ পড়ে গেছে।
জানা যায়, বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও স্বল্প জীবনকালীন বিনা ধান ২৫ এর প্রচার ও সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস ও মাঠ পরিদর্শণ গত মঙ্গলবার বিকেলে পরিদর্শণে আসেন চট্রগ্রাম ও ফেনী অঞ্চলের উর্ধতন কর্মকর্তাগন। কর্মকর্তাগন জানিয়েছেন, এ ধান অন্যান্য বোরো জাতের ধানের তুলনায় সবচেয়ে আধুনিক ও উন্নত।
ফলন হবে ভালো, চিকন চাল, রোপনের পর গাছে রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন, ধান পেঁকে গেলেও গাছ কাঁচা থাকবে এতে প্রাকৃতিক দূর্যোগ হলেও ধানের ক্ষতি হবেনা, কৃষক বীজ এবং চালের বাজারমূল্য পাবেন অনেক বেশী যেহেতু অনেকটা বাহিরের বাশমতি চালের মতই। রান্না করা ভাত দ্রুত নষ্ট হবার সম্ভাবনা নেই। আরোও বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে এ ধানের।এক কেজি বীজ দিয়ে কমপক্ষে ৮০ কেজি ধান উৎপাদন হবে অনায়াসে যদিও এ হিসেব বাম্পার ফলনে রেকর্ড ভেঙ্গে দ্বিগুন হয়েছে। সবদিক বিবেচনায় বিনা ২৫ ধান উদ্ভাবনের প্রক্রিয়াকে মাননীয় প্রধানমন্ত্রীর অভূতপূর্ব সাফল্যর আরেকটি অংশ।
সোনার বাংলায় সোনার ফসল ফলানোর উন্নত জাতের একটি জাত এ ধান। প্রথম প্রদর্শনীতে যদিও কিছু ক্রুটি থাকতে পারে তবে আগামীতে সেসব বিষয় মাথায় রেখে ব্যাপকভাবে কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করছেন অব্যাহতভাবে। এ ধানের চাল বিদেশে রপ্তানী যোগ্য হবে। চাহিদা পূরণের পাশাপাশি ব্যাপক সম্প্রসারণের লক্ষে কৃষকদের উৎসাহ উদ্দীপনায় কাজ করছেন উপ – সহকারি কৃষি অফিসার থেকে শুরু করে উর্ধতন কর্মকর্তাবৃন্দ। ইতিমধ্যে দেশের প্রত্যেক অঞ্চলে বিনা ২৫ ধানের বাম্পার ফলন হয়েছে বলেও জানান কর্মকর্তাগন। আগামীতে এ বিনা ২৫ ধান চাষাবাদে রেকর্ড সৃষ্টি হবে।
মাঠ পরিদর্শণ ও মাঠ দিবসে দাগনভূঞা উপ সহকারি কৃষি অফিসার আবদুল্লাহ আল মারুফ এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ডক্টর অরবিন্দ কুমার রায়।
স্বাগত বক্তব্য রাখেন দাগনভূঞা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মহি উদ্দিন মজুমদার।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফেনীর উপ – পরিচালক কৃষিবিদ মো. একরাম উদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ পুস্পেন্দু বড়ুয়া, অতিরিক্ত উপ পরিচালক কৃষিবিদ মো জগলুল হায়দার, দাগনভূঞা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মহিউদ্দিন মজুমদার, কৃষিবিদ মোঃ জুলফিকার হায়দার কৃষি সম্প্রসারণ অফিসার, উপজেলা উদ্ভিদতত্ব অফিসার লুৎফুল হায়দার চৌধুরী, কৃষক জসিম উদ্দিন, ইউপির সাবেক চেয়ারম্যান অলি আহাম্মদ প্রমূখ।
বিশেষ অতিথি উদ্ভিদ প্রজনন বিভাগ বিনা’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ডক্টর সাকিনা খানম ভিড়িও কনফারেন্সে বিনা ২৫ এর সার্বিক বিষয়ে উপস্থাপন করেন এবং কৃষকদের উৎসাহ প্রদান করেন।
কৃষক জসিম উদ্দিন জানান, দীর্ঘবছর কৃষি কাজ করে আসছি কিন্ত এ বিনা ২৫ ধানের ফলনে আমি খু্বই আনন্দিত যা অন্য কোন ধানে এমন ফলন আসেনি। কৃষি বিভাগের সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে আগামীতে ২ একর জমিতে চাষাবাদ করবেন বলে জানান। ইতিমধ্যে অনেকেই বীজ কেনার জন্য আসছেন। কৃষক ভাইদের অনেক আগ্রহ দেখছি এবং জমিতে ধান দেখার জন্য অনেকেই আসছেন।
আরো উপস্থিত ছিলেন বিনা কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সাংবাদিকগন, জনপ্রতিনিধি ও কৃষক, কৃষাণীগনণ