কুবি প্রতিনিধি:মুসলিমদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ১২ দিনের ছুটি পাচ্ছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা । আজ ২৫ জুন (রোববার) থেকে এ ছুটি শুরু হবে এবং ছুটি শেষ হবে আগামী ৬ জুলাই (বৃহস্পতিবার। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
জানা যায়, ঈদুল আযহা উপলক্ষে ২৫ জুন (রোববার) থেকে ৬ জুলাই (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে ২৫ জুন (রোববার) ছুটি শুরু হলেও গত বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ থাকার কারনে ঐ দিন থেকেই ক্যাম্পাস ছাড়তে শুরু করেছে শিক্ষার্থীরা। আগামী ৭ ও ৮ জুলাই সাপ্তাহিক বন্ধ থাকার কারনে ৯ জুলাই (রবিবার) থেকে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম যথারীতি পূর্বের নিয়মে চলবে।
এ বিষয়ে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. আমিরুল হক চৌধুরী বলেন, ঈদ-উল-আযহা উপলক্ষে আগামী ২৫ জুন থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। ৬ জুলাই ছুটি শেষ হলেও ৭ ও ৮ জুলাই সাপ্তাহিক ছুটি থাকায় ৯ জুলাই (রবিবার) থেকে যথারীতি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম শুরু হবে।’
এদিকে আবাসিক হলের বিষয়ে জানতে চাইলে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ইতোমধ্যে আমরা নোটিশ দিয়েছি ২৩ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত হল বন্ধ থাকবে। তবে যারা সনাতন ধর্মাবলম্বী আছেন কিংবা যাদের বন্ধের পরপর সেমিস্টার পরীক্ষা আছে তারা চাইলে নিজ দায়িত্বে হলে অবস্থান করতে পারবে।