মোহাম্মদ রাজীব, কুবি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পর্দা নামলো ইংরেজি সপ্তাহ-২০২৩ এর। ১৭ বছর পর এটি ইংরেজি বিভাগের উদ্যােগে আয়োজিত প্রথম অনুষ্ঠান।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সাংস্কৃতিক অনুষ্ঠান, নবীন বরণ ও প্রবীণ বিদায় এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় সপ্তাহ ব্যাপী এ আয়োজন।
১৬তম ব্যাচের শিক্ষার্থীদের বরণ এবং ১০ম ও ১১দশ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় শেষে সপ্তাহ ব্যাপী বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এরপর সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ-গান, রম্য বিতর্ক, আবৃত্তি, অভিনয়ের মাধ্যমে দর্শকদের মাতিয়ে রাখেন বিভাগটির শিক্ষার্থীরা।
এসময় বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড বনানী বিশ্বাস, লিবারেল মাইন্ডসের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড এম এম শরীফুল করিম, ইংরেজি সপ্তাহ উদযাপন কমিটির আহ্বায়ক ড মোহা. হাবিবুর রহমান, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড স্বপন চন্দ্র মজুমদার, ইংরেজি বিভাগের ছাত্র উপদেষ্টা প্রভাষক কাজী ফাকেরা নওশীন, প্রভাষক তারিন বিনতে এনাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট তোফায়েল হোসেন মজুমদারসহ বিভিন্নব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ১০ টায় নবীন শিক্ষার্থীদের বরণ ও প্রবীন শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড এ এফ এম আবদুল মঈন।
উল্লেখ্য, গত রবিবার (১৭ সেপ্টেম্বর) র্যালি, কেক কাটা ইত্যাদির মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে ইংরেজি সপ্তাহের উদ্বোধন করা হয়।