সংবাদদাতা, কুমিল্লা: কুমিল্লায় ট্রাকচাপায় এক রিকশাচালক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিকশা চালকের নাম হোসেন মিয়া (৪০)। তার বাড়ি বুড়িচং উপজেলার রামপাল গ্রামে।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, ট্রাকটি চট্টগ্রাম অভিমুখী ছিল। রিকশাটি বিপরীত দিকে অগ্রসর হওয়ার সময় ট্রাকটি রিকশাকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই রিকশা চালক মারা যান।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাক চালক পালিয়ে গেছেন।