সংবাদাতা, কুমিল্লা : ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক কুমিল্লার মুরাদনগর এলাকায় ট্রাকচাপায় এক শিক্ষার্থী নিহত হয়েছেন। শনিবার (২৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে মহাসড়কের মুরাদনগর উপজেলার গোমতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এক ঘণ্টা ধরে সড়ক অবরোধ করে রাখে স্থানীয়রা। এতে মহাসড়কে দুই পাশেই দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।
নিহত শিক্ষার্থী স্থানীয় গোমতা এলাকার সাইফুল ইসলামের মেয়ে সাদিয়া আক্তার (১৫)। সে স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী।