মোহাম্মদ আল-আমিন, সিসিসি : কুমিল্লা ক্যামব্রিয়ান কলেজে (সিসিসি) আজ রোববার সকাল সাড়ে ১১ টায় বাংলাদেশ বইপড়া কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় আনন্দ শোভাযাত্রা উদযাপিত হয়।
এইদিকে গত মে মাসে বাংলাদেশ বইপড়া কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতায় কুমিল্লা ক্যামব্রিয়ান কলেজ কুমিল্লা জেলার ১০ হাজার শিক্ষার্থী ও ৫২টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে এ সাফল্য অর্জন করেন৷
এ বিষয়ে প্রতিষ্ঠানের অধ্যক্ষ আমিনুর রহমান বলেন, আমরা শিক্ষার্থীদের সৃজনশীলতা বৃদ্ধি ও বই পড়ায় উদ্বুদ্ধ করতে প্রতিষ্ঠানের সকল শিক্ষক নিরলস কাজ করে যাচ্ছি। এই সাফল্য ভবিষ্যতে অব্যহত থাকবে।
উক্ত উদযাপনে উপস্থিত ছিলেন সকল শিক্ষক, শিক্ষার্থী ও পরিচালকবৃন্দ। এছাড়া গতকাল পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শুভাশিস ঘোষ, উপজেলা চেয়ারম্যান জনাব গোলাম সারওয়ারসহ অন্যান্য বিশিষ্টজনরা।