সংবাদদাতা, কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালীতে মো. সেলিম (৩৫) নামের একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকেলে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহত ব্যক্তি উপজেলার চরসাদিপুর ইউনিয়নের ঘোষপুর মধ্যপাড়া গ্রামের মো. মুসার ছেলে। তিনি পেশায় ভাংরী মালের ব্যবসায়ী।
বৃহস্পতিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন চরসাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মেছের আলী খাঁ। তিনি বলেন, গরু জবাইয়ের পর রক্ত অপসারণকে কেন্দ্র করে গত শুক্রবার সন্ধ্যায় ঠেলাঠেলির বাজারে দু’পক্ষের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে তাদের মধ্যে মারামারি হয়। এ সময় কাঠের বাটামের আঘাতে সেলিম গুরুতর আহত হন।’
তিনি আরো বলেন, ‘আহত হবার পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে তাকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করেন। এরপর সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। বৃহস্পতিবার বিকেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
কুমারখালী থানার ওসি মো. মহসিন হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় এখনো কোনো মামলা দায়ের হয়নি।