300X70
সোমবার , ১৭ মে ২০২১ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

কুষ্টিয়ায় কুমারখালীতে ২৬ দিন পর কবর থেকে লাশ উত্তোলন

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মে ১৭, ২০২১ ১১:৪৮ অপরাহ্ণ

প্রতিবেক, কুমারখালী: কুষ্টিয়া কুমারখালীতে এক গৃহবধুর মৃত্যুর ২৬ দিন পর কবর থেকে লাশ উত্তোলন করা হয়েছে। নিহত গৃহবধূ বাগুলাট ইউনিয়নের আদাবাড়িয়া গ্রামের আসাদ মুন্সী ওরফে উজ্জলের স্ত্রী।

সোমবার (১৭ মে) দুপুরে জেলা কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রে মোঃ বনি আমীনের উপস্থিতিতে কুমারখালী থানা পুলিশ পারিবারিক কবরস্থান থেকে লাশ উত্তোলন করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

অপরদিকে শিলার লাশ উত্তোলনের খবর পেয়ে উৎসুক জনতা ভিড় জমান কবরস্থান ও আশপাশে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বনি আমিন জানান, গলিত লাশটি পরীক্ষা-নিরীক্ষার জন্য কুষ্টিয়া ফরেনসিক বিভাগে পাঠানো হবে। প্রতিবেদন রিপোর্ট হাতে পেলে আদালতে দায়ের করা মামলাটি আমলে নিয়ে বিচারিক কার্যক্রম শুরু হবে।

নিহতের পরিবার ও থানা সূত্রে জানা গেছে, ১৯ এপ্রিল শিলার অস্বাভাবিক মৃত্যু হয়। কিন্তু পোস্টমর্টেম ছাড়াই তার লাশটি দাফন করা হয়েছিল।
মামলার তদন্তকারী কর্মকর্তা কুমারখালী থানা উপপরিদর্শক (এস আই) পীযুষ কান্তি কর্মকার বলেন, লাশ দাফনের ৬ দিনপর শিলার ভাই আব্বাস মিয়া থানায় অভিযোগ করেন।

পরে কোর্টের নির্দেশে থানায় গত ৪ মে মামলা রুজু হয়। পুলিশ তদন্তের স্বার্থে লাশটি ময়নাতদন্তের জন্য জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করে। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত কবর থেকে লাশ উত্তোলনের নির্দেশ দেন।

এবিষয়ে নিহতের বড় ভাই ও মামলার বাদী আব্বাস মিয়া বলেন, ১৪ বছর আগে উজ্জলের সাথে বোনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের টাকা ও সেনাবাহিনীর চাকুরীর জন্য বোনকে ওরা শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল। যৌতুকের টাকা না পেয়েই ওরা বোনকে ১৯ এপ্রিল দুপুরে হত্যা করে এবং ২০ এপ্রিল সকাল ৯ টায় বাঁশগ্রাম বাজার সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়।

মামলার বাদী আরো বলেন, নিরাপত্তার অভাবে কাউকে কিছু জানাতে পারিনি। পরে বাড়ি ফিরে আত্মীয়দের সাথে পরামর্শ করে ২৫ এপ্রিল রাতে কুমারখালী থানায় অভিযোগ করি। গত ৪ মে থানায় মামলা রুজু হয়। মামলা নং ৬।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

নূর চৌধুরীকে তার জীবদ্দশায় বাংলাদেশের মাটিতে সাজা ভোগ করতেই হবে : তথ্য প্রতিমন্ত্রী

যুবসমাজকে অন্যায় থেকে দূরে রাখতে মেয়র’স কাপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে : মেয়র আতিকুল

অপো নিয়ে এলো সার্ভিস ডে, উপভোগ করুন আকর্ষণীয় সব অফার

হাতিয়ার আশ্রয়ণ-২ প্রকল্পের ৬০টি ব্যারাক হাউজ হস্তান্তর করলো নৌবাহিনী

সর্বোচ্চ ২৫টি পুরস্কার এশিয়াটিক মাইন্ডশেয়ার লিঃ-এর!

এলজিএসপি প্রকল্পে স্বাবলম্বীর স্বপ্ন দেখছে ধামসোনা ইউনিয়নের দুঃস্হ নারীরা

শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপির স্মরণ সভা ও দোয়া মাহফিল

জুনে মেট্রোরেলের ট্রায়াল

বসুন্ধরা গ্রুপ আন্তঃব্যাংক দলগত দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন জনতা ব্যাংক

সিরাজগঞ্জ-৬ উপনির্বাচন ও ৯ পৌরসভায় ভোটগ্রহণ চলছে

ব্রেকিং নিউজ :