নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া: কুষ্টিয়া শহরের ঈদগাহপাড়ার একটি বাড়ির সামনের রাস্তা থেকে একটি মটর সাইকেল চুরির অভিযোগ করা হয়েছে কুষ্টিয়া মডেল থানায়।
অভিযোগে জানা যায়, গত বুধবার (১ নভেম্বর) রাতে বিশ্বাস বাড়ি ১নং ঈদগাহপাড়া সড়ক এর বাসিন্দা মৃত আফজাল হোসেনের ছেলে মোহাম্মদ আনিসুর রহমান তার ব্যবহৃত ঢাকা মেট্রো -ল-২৭-৪২২০ নাম্বারের হোনডা মটরসাইকেল টি ও রিপনের দোকানের সামনে পাকা রাস্তার উপর রেখে ঘাড়ে তালা ও লক দিয়ে দোকানদার রিপনের কাছে চাবি রেখে তিন তলার বাসায় উঠেন। কিছু সময় পর বাইরে চিৎকার ও শব্দ শুনে বাইরে বেরিয়ে জানতে পারেন তার ব্যবহৃত মটর সাইকেল টি চুরি হয়ে গেছে।
এব্যাপারে আনিসুর রহমান বাদি হয়ে, কুষ্টিয়া মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন অজ্ঞাত ব্যাক্তিদের আসামী করে। অভিযোগের ব্যাপারে তদন্ত কর্মকর্তা এস আই জাহাঙ্গীর হোসেন বলেন, অভিযোগ পাওয়ার পরথেকে সন্দেহ ভাজনদের তালিকা এবং সিসি ক্যামেরার ফুটেজ দেখে সনাক্ত করার চেষ্টা চলছে। আশাকরি দ্রুত আসামীদের সনাক্ত করতে পারবো।
বাদি আনিসুর রহামান বলেন, আমি সিসি ক্যামেরা দেখে কয়েকজন ব্যাক্তিকে সন্দেহ করেছি। এব্যাপারে তদন্তকারী কর্মকর্তাকে জানানো হয়েছে। উলেখ্য একই জায়গা থেকে ইতি পূর্বে বাদীর আরো একটি মটর সাইকেল চুরি হচ্ছে ।
তিনি বলেন, এই এলাকায় বিভিন্ন বাসা বাড়িতে মেস থাকায় অনেক এলাকার মানুষ থাকে যে কারনে এখানে একটি সক্রিয় চোর চক্র রয়েছে। এই মটর সাইকেল চোর চক্রের সাথে মেসে থাকা কয়েক জন সন্দেহের তালিকায় রয়েছে যাদের নাম প্রশাসনের কাছে দেওয়া হয়েছে।
কুষ্টিয়াতে প্রায় প্রতিদিন কোন কোন এলাকা থেকে মটর সাইকেল এবং মোবাইল চুরির ঘটনা ঘটছে। এই সকল চুরি বন্ধে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাদের বিশেষ নজর দেওয়া দরকার বলে মনে করেন সচেতন মহল।